Header Ads

বিশ্বকাপে চমক দেখাতে চান রোনালদো

সেবা পোস্ট ই-সেন্টারের আদর্শ

ছবিঃ সংগৃহীত
আলজেরিয়ার বিপক্ষে বৃহস্পতিবার (৭ জুন) প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল। ওই ম্যাচ সামনে রেখে দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদ ও পর্তুগাল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। কয়েকদিনের মধ্যে শুরু হওয়া রাশিয়া বিশ্বকাপের আগে নিজেকে ঝালিয়ে নিতে এখন ব্যস্ত সিআর সেভেন।
অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের ছবি পোষ্ট করেছেন রোনালদো। একইসঙ্গে টুইটারে লিখেছেন, ‘বিশ্ব এবার পর্তুগালের জার্সিতে আমার চমক দেখবে।’
রোনালদোকে ছাড়া শনিবারের প্রস্তুতি ম্যাচে ছন্দহীন ছিলো পর্তুগাল। বেলজিয়ামের সঙ্গে গোলশুন্য ড্র করে তারা। শুধুমাত্র বেলজিয়ামের বিপক্ষেই জয়হীন থাকেনি তারা, গত ২৮ মে তিউনিশিয়ার বিপক্ষেও জয়হীন মাঠ ছাড়তে হয় পর্তুগালকে। ওই ম্যাচটি ২-২ গোলে ড্র করে তারা।
ওদিকে রোনালদো ফেরায় পর্তুগাল ক্যাম্পও চাঙ্গা হয়ে উঠেছে বলে জানান দলের কোচ ফার্নান্দো সান্তোস। তিনি বলেন, ‘রোনালদো দলের জন্য প্রাণ ভোমরা। সে দলে ফেরায়, সবাই চাঙ্গা হয়ে উঠেছে। আশা করছি শেষ প্রীতি ম্যাচে আমরা নিজেদের ভালোভাবে ঝালিয়ে নিতে পারবো।’
বিশ্বকাপের ২১তম আসরে ‘বি’গ্রুপে রয়েছে পর্তুগাল। স্পেন, মরক্কো ও ইরানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে হবে পর্তুগালকে।

No comments

Powered by Blogger.