Header Ads

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার কে?

সেবা পোস্ট ই-সেন্টারের আদর্শ

ছবি: সংগৃহীত
বিশ্বকাপের বছরে অনেক তারকা ফুটবলারের বাজারদর হঠাৎ করে বেড়ে যায়, আবার কারও কমে যায়। বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার কে? নিশ্চয় ভাবছেন লিওনেল মেসির কথা, বিশ্বের নামী-দামি ক্লাবগুলো যাকে ব্যাংক চেক ধরিয়ে দিয়ে অর্থের অঙ্কটা বসিয়ে নিতে বলে! অথবা ক্রিশ্চিয়ানো রোনালদো। কিছুদিন আগেই যাকে পেতে চীনা একটি ক্লাব নাকি সেঁধেছিল ৩১৫ মিলিয়ন মার্কিন ডলার! কিন্তু না, তাদের কেউ নন।
ফিফা প্রতিষ্ঠিত সুইজারল্যান্ডভিত্তিক ফুটবল গবেষণা প্রতিষ্ঠান ‘সিআইইএস ফুটবল অবজারভেটরি’ নামক সংস্থা নিজস্ব জরিপের ভিত্তিতে প্রকাশ করেছে বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদের তালিকা। তাদের বিবেচনায় সেই ব্যক্তিটি হলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন।
আগামী মৌসুমে যাদের বাজারদর থাকবে অনেক উঁচুতে। বিস্ময়করভাবে এ তালিকায় প্রথম ২০ জনের মধ্যে নাম নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর! তিনি আছেন ২৪ নম্বরে। তাহলে কার বাজারদর সবচেয়ে বেশি?
গবেষণা প্রতিষ্ঠানের মতে, বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় এখন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। টটেনহ্যাম ফরোয়ার্ডের সম্ভাব্য বাজারমূল্য ২০১.২ মিলিয়ন ইউরো। এমনকি লিওনেল মেসিও এ তালিকায় চার নম্বরে। দু’নম্বরে আছেন নেইমার। তার বাজারমূল্য ১৯৫.৭ মিলিয়ন ইউরো।
তিন নম্বরে থাকা ফ্রান্সের উদীয়মান তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের দাম ১৮৬.৫ মিলিয়ন ইউরো। মেসির দাম ধরা হয়েছে ১৮২.২ মিলিয়ন ইউরো। তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদোর অবস্থান বেশ পেছনে। জরিপে তাঁর দাম ১০৩.৪ মিলিয়ন ইউরো আসার কারণে এই তালিকার ২৪ তম অবস্থানে রয়েছেন তিনি।
এই তালিকার শীর্ষ দশ স্থানে আরও রয়েছেন - মোহাম্মাদ সালাহ (১৭১.৩ মিলিয়ন ইউরো), ডেলে আলী (১৭১ মিলিয়ন ইউরো), কেভিন ডে ব্রুইনিয়া (১৬৭.২ মিলিয়ন ইউরো), আতোয়াঁ গ্রিজমান (১৬৪.৫ মিলিয়ন ইউরো), পাওলো দিবালা (১৬৪.২ মিলিয়ন ইউরো) ও রোমেলু লুকাকু (১৬৩.৪ মিলিয়ন ইউরো)।

No comments

Powered by Blogger.