Header Ads

ভাঙা প্রেম জোড়া লাগাবেন যেভাবে!

সেবা পোস্ট ই-সেন্টারের আদর্শ

ছবি: প্রতীকী
বর্তমান সময়ে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় খুব অল্প সময়ের মধ্যেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ছেন অনেকে। এই তথ্য প্রযুক্তির যুগে প্রেমে জড়িয়ে পড়া যেমন সহজ হয়েছে তেমনি প্রেম ভেঙে যাওয়া ঠিক ততটাই সহজ হয়েছে। ছোট খাট ভুল বুঝাবুঝি হলেই ভেঙে যাচ্ছে প্রেমের সম্পর্ক। সম্পর্কের টানাপোড়েন থেকেই ভাঙনের শুরু। আর এটিই ধীরে ধীরে সম্পর্কের ভিত্তিকে দুর্বল করে ফেলে। পরিণতি হয় ব্রেকআপে।
তবে ব্রেকআপ হলেই যে সম্পর্ক শেষ হয়ে যায় তা নয়। কীভাবে সেই সম্পর্ক জোড়া লাগানো যায় সেই বিষয়ে ভাবতে হবে। এক্ষেত্রে কিছু কৌশল রপ্ত করলে ভাঙা সম্পর্ক জোড়া লাগানো যায়। চলুন জেনে নেওয়া যাক কীভাবে জোড়া লাগাবেন ভেঙে যাওয়া সম্পর্ক-
সঙ্গীকে বোঝার চেষ্টা করুন
আপনার সঙ্গীর চাওয়াকে বোঝার চেষ্টা করুন। একজনের কাছে কোনও বিষয় সহজ মনে হলেও আরেকজনের কাছে ওই বিষয়টি জটিল মনে হতে পারে। আর এ ছোট বিষয়গুলো সৃষ্টি করতে পারে বড় ধরনের সমস্যা। তাই প্রতিটি বিষয় গুরুত্ব দিন।
আলোচনার মাধ্যমে
ভাঙা প্রেম জোড়া লাগানোর অন্যতম উপায় হচ্ছে অলোচনা। কোনও বিষয়ে সমস্যা হলে তা সঙ্গীকে বোঝানোর চেষ্টা করুন।
ফোনে নয় সরাসরি কথা বলুন
সঙ্গীর সঙ্গে মনোমালিন্য হলে ফোনে নয়, দেখা করে কথা বলার চেষ্টা করুন। কারণ ফোন অথবা ম্যাসেজে আরো ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।
রাগের মাথায় সিদ্ধান্ত নেবেন না
রাগের মাথায় কোনও সিদ্ধান্ত নেবেন না। যদি সঙ্গী আপত্তিকর কোনও কিছু বলেও থাকে কিছু মনে না করে রাগ সংবরণের চেষ্টা করুন।
সঙ্গীর প্রশংসা করুন
সঙ্গীর ভাল গুণের জন্য প্রশংসা করতে পারেন। এতে সম্পর্ক ভেঙে গেলেও আপনার প্রতি ভাল লাগার বিষয়গুলো ইতবাচক হতে পারে।
রাগ সংবরণ করুন
উত্তেজনায় রেগে গিয়ে কোনও ধরনের প্রতিক্রিয়া দেখাবেন না। মাথা ঠাণ্ডা রেখে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করুন।
কিছুদিন যোগাযোগ বন্ধ রাখা
দু’জনের মধ্যে ঝগড়া হলে কিছু দিন যোগাযোগ বন্ধ রাখুন। কারণ দূরত্ব অনেক সময় সম্পর্ককে আরো গভীর করে।
ঝগড়া সম্পর্ক মধুর করে
অভিমানের মূহুর্তকে প্রিয় মুহুর্ত ভাবার চেষ্টা করুন। অভিমান ভেঙে গেলে একজন আরেকজনের অস্তিত্ব অনুভব করতে পারবেন।

1 comment

Post E Centre said...

জেনে নিন কীভাবে জোড়া লাগাবেন ভেঙে যাওয়া সম্পর্ক-

Powered by Blogger.