Header Ads

কেন প্রতিদিন এক কোষ রসুন খাবেন?

সেবা পোস্ট ই-সেন্টারের আদর্শ

কেন প্রতিদিন এক কোষ রসুন খাবেন?
সুস্থ থাকতে হলে প্রতিদিন এক কোষ কাঁচা রসুন খেতে পারেন।। সকালে খালি পেটে খেতে হবে এমন নয়৷ বিকেল–দুপুর বা রাতে খেতে পারেন৷
এমনি খেতে অসুবিধে হলে ধনেপাতার সঙ্গে বেটে নিন৷ নারকেল, বাকচুবাটা ও দইয়ে মিশিয়ে খেতে পারেন।
খ্রিস্টপূর্ব ১৫০০ শতকে চীন ও ভারতে রক্ত পাতলা রাখার জন্য এর প্রচলন ছিল৷ আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক হিপোক্রেটিস একে ব্যবহার করেছিলেন সারভাইকাল ক্যান্সারের চিকিৎসায়৷
লুই পাস্তুর এর অ্যান্টিফাংগাল ও অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণের খবর জানান৷ সময়ের সঙ্গে আরও উপকারের কথা জানা গিয়েছে৷ আর আধুনিক বিজ্ঞানীরা জানালেন, হৃদরোগ প্রতিরোধে এর ভূমিকার কথা৷ ইউনিভার্সিটি অব কানেক্টিকাট স্কুল অব মেডিসিন–এর কার্ডিওভাসকুলার রিসার্চ টিমের মতে, কাঁচা রসুন খেলে হার্ট অনেক বেশি সুস্থ থাকে৷
আসুন জেনে নেই কেন প্রতিদিন এক কোষ রসুন খাবেন।
রক্তচাপ কমায়
রসুন রক্তচাপ কমায়৷ চার কোষ করে খেলে সে রক্তচাপ কমানোর ওষুধের সঙ্গেও পাল্লা দিতে পারে কিছু ক্ষেত্রে৷
কোলেস্টেরল
টোটাল এবং এলডিএল কোলেস্টেরল প্রায় ১০–১৫ শতাংশ কমে যায়৷ তবে উপকারি কোলেস্টেরল বা এইচডিএল বাড়াতে ও ট্রাইগ্লিসারাইড কমাতে এর কোনও ভূমিকা নেই৷
র‌্যাডিক্যালস
বিপাকীয় ক্রিয়া ও পরিবেশ দূষণের ফলে যে ফ্রি র‌্যাডিক্যালস তৈরি হয় তা হার্ট তথা সমস্ত শরীরের জন্য ক্ষতিকর৷ রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট সেই ক্ষতি খুব ভাল ভাবে ঠেকাতে পারে৷
চার কোষ রসুন
চার কোষ করে রসুন খেলে সে রক্তচাপ কমানোর ওষুধের সঙ্গেও পাল্লা দিতে পারে। হৃদরোগীরা নিয়মিত রসুন খান, তাঁরা অনেক বেশি অ্যাকটিভ থাকেন৷
বাড়ে আয়ু
অ্যান্টিঅক্সিডেন্টের দৌলতে কমে অ্যালঝাইমার ও ডিমেনসিয়ার প্রকোপ৷ সংক্রমণজনিত অসুখবিসুখ কম হয়৷ বাড়ে আয়ু৷
হাড়ের স্বাস্থ্য
ইস্ট্রোজেন লেভেল বেড়ে হাড়ের স্বাস্থ্য ভাল হয় মেয়েদের৷ তবে এ নিয়ে শেষ কথা বলার সময় এখনও আসেনি৷ লেড টক্সিসিটি কমাতে কাজে লাগে৷ সবচেয়ে ভাল ফল পেতে গেলে সাপলিমেন্ট না খেয়ে খেতে হবে কাঁচা রসুন।

No comments

Powered by Blogger.